বৃহস্পতিবার, মে 9, 2024
Homeশিলিগুড়িরাজগঞ্জে শহীদ দিবস পালন সাহুডাঙ্গী শহীদ বেদী কমিটির পক্ষ থেকে

রাজগঞ্জে শহীদ দিবস পালন সাহুডাঙ্গী শহীদ বেদী কমিটির পক্ষ থেকে

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪, রাজগঞ্জ: কামতাপুরি রাজ্য ও ভাষার আন্দোলন করতে গিয়ে শহীদ জগদীশ চন্দ্র রায় ও গজন রায়ের স্মরণে শহীদ দিবস পালন করল সাহুডাঙ্গী শহীদ বেদী কমিটি। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গী মোড়ে ও জগদীশ কলোনীতে শহীদ বেদীতে মাল্য দান করে শহীদ দিবস পালন করা হয়। জানা গিয়েছে, ১৯৮৭ সালের ২৫শে জানুয়ারি কামতাপুরি রাজ্য ও ভাষার দাবিতে আলতাগ্রাম স্টেশনে রেল রোকো কর্মসূচি করা হয়েছিল। সেদিন আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। ঘটনায় সাহুডাঙ্গির জগদীশ চন্দ্র রায় ও ধুপগুড়ির গজন রায়ের মৃত্যু হয়। প্রতি বছর ২৫ জানুয়ারি ওই দুই শহীদের স্মরণে শহীদ দিবস পালন করা হয়ে থাকে।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurijournal.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Journal, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Popular Posts