রবিবার, সেপ্টেম্বর 8, 2024
Homeজলপাইগুড়িজলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন এলাকায় ৭০টির বেশি হাতির হানা, আতঙ্কিত বাসিন্দারা

জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন এলাকায় ৭০টির বেশি হাতির হানা, আতঙ্কিত বাসিন্দারা

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ১৪ জুন ২০২৪, জলপাইগুড়ি: জলপাইগুড়ির তিস্তা নদী পাড়ের বাসিন্দাদের বিপদ যেন কমছেই না। একদিকে নদীর জলস্তর বাড়ছে, ফলে বন্যার আশঙ্কা। অন্যদিকে হাতির হামলার ভয়। বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যেই বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে তিস্তার চর এলাকায় চলে আসে ৭০টিরও বেশি হাতির একটি দল। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ।

জানা গেছে, তিস্তার চর এলাকায় দাপিয়ে শুক্রবার ভোরের দিকে জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন কালিয়াগঞ্জ, মোড়ল পাড়া, মাহুতপাড়া, পাহাড়পুর এলাকায় ঢুকে পড়ে হাতির দলটি। হাতির হামলায় চাষের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

- Advertisement -

আজ সকালে হাতির দলটি ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়ায় বনকর্মীদের জঙ্গলে ফেরত পাঠাতে সমস্যা হচ্ছে। ঘটনাস্থলে বৈকুণ্ঠপুর, গরুমারা, এবং জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা উপস্থিত রয়েছেন। হাতির দলটি বর্তমানে লোকালয়ে ঘুরে আবার তিস্তার চরে আশ্রয় নিয়েছে। বিপদ এড়াতে মানুষকে সতর্ক করা হচ্ছে এবং হাতির দলটির উপর নজর রাখছেন বনকর্মীরা।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.siligurijournal.com/author/usktushar/
Sk Tushar is a Journalist covering Siliguri, Jalpaiguri, and Darjeeling's local news. Passionate about bringing community stories to light.
RELATED ARTICLES
- Advertisment -

Popular Posts