নিজস্ব প্রতিনিধি, বুধবার, ২১ আগস্ট ২০২৪, শিলিগুড়ি: প্রধাননগর থানার পুলিশ ফের গ্রেফতার করেছে সুনীল তামাংকে, যিনি চুরির অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকবার আটক হয়েছেন।
সূত্রের খবর, প্রধাননগর থানা এলাকার গুরুং বস্তির কাছে ভানুভক্ত চকের একটি বেসরকারি স্কুল ১৫ আগস্ট থেকে বন্ধ ছিল। এই সময়ের মধ্যে স্কুলে চুরির ঘটনা ঘটে, যা গতকাল স্কুল খুললে কর্তৃপক্ষের নজরে আসে। চুরির পরিমাণ ছিল ১ লক্ষ ৮৭ হাজার টাকা। এরপরই প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং গতকাল রাতেই গোপন সূত্রের খবর পেয়ে জংশন এসজেডিএ মার্কেটে অভিযান চালায়। সেখানে থেকে সুনীল তামাংকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়। আজ সুনীলকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে, আর পুলিশ বাকি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, সুনীল তামাং ছোটবেলা থেকেই অপরাধমূলক কাজে জড়িত এবং প্রধাননগর থানার পুলিশ এর আগে প্রায় ৭ বার তাকে গ্রেফতার করেছে।