শনিবার, সেপ্টেম্বর 7, 2024
Homeজলপাইগুড়িসাহুডাঙ্গি-আমবাড়ি রাজ্য সড়কের বেহাল অবস্থা, পথ অবরোধে স্থানীয় বাসিন্দারা

সাহুডাঙ্গি-আমবাড়ি রাজ্য সড়কের বেহাল অবস্থা, পথ অবরোধে স্থানীয় বাসিন্দারা

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, রাজগঞ্জ: দীর্ঘদিন ধরে সাহুডাঙ্গি-আমবাড়ি রাজ্য সড়কের অবস্থা খুবই খারাপ। অবশেষে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধের পথে হাঁটলেন। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি অঞ্চলের মোড়ে এই পথ অবরোধ করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ি ও ভোরের আলো থানার পুলিশ। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ ও ভোরের আলো থানার ওসির আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেন।

- Advertisement -

অবরোধকারী তুষার কান্তি দত্ত ও বিশ্বজিৎ দাস জানান, সাহুডাঙ্গি থেকে আমবাড়ি প্রায় ৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে, ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলে যাওয়া ছাত্র-ছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এছাড়া, এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে ভারি যান চলাচল করায় যাতায়াতে আরো সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা চাই, যতদিন রাস্তা মেরামত না হচ্ছে, ভারি যান চলাচল বন্ধ করা হোক। প্রায় ৭ মাস আগে রাস্তার কাজের টেন্ডার হয়ে কাজ শুরু হলেও কোনো অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে রয়েছে। আমরা অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি।

বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ বলেন, “রাস্তাটি বেহাল থাকার কারণে স্থানীয়রা পথ অবরোধে শামিল হয়েছিলেন। তাদের সঙ্গে কথা বললাম, পরে তারা অবরোধ তুলে নেন। এই রাস্তার কাজ যে এজেন্সি করছেন, তাদের সঙ্গে আগামীকাল আলোচনায় বসা হবে। যাতে এই রাস্তার কাজ খুব দ্রুত সম্পন্ন হয়, সেই ব্যবস্থা করা হবে।”

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.siligurijournal.com/author/usktushar/
Sk Tushar is a Journalist covering Siliguri, Jalpaiguri, and Darjeeling's local news. Passionate about bringing community stories to light.
RELATED ARTICLES
- Advertisment -

Popular Posts