সোমবার, সেপ্টেম্বর 16, 2024
Homeআলিপুরদুয়ারসবুজায়নের লক্ষ্যে জলদাপাড়া জঙ্গলে বনবিভাগের ট্রি টপ প্ল্যান্টেশন উদ্যোগ

সবুজায়নের লক্ষ্যে জলদাপাড়া জঙ্গলে বনবিভাগের ট্রি টপ প্ল্যান্টেশন উদ্যোগ

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, শনিবার, ১০ আগস্ট ২০২৪, আলিপুরদুয়ার: সবুজায়নের লক্ষ্যে নতুন এক উদ্যোগ নিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বনকর্তারা দাবি করেছেন, ট্রি টপ প্লান্টেশনের মাধ্যমে সেখানে সবুজ বিপ্লব ঘটতে চলেছে।

বর্ষাকাল মানেই বন মহোৎসব, আর এই সময়কেই বেছে নেওয়া হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন অংশে ট্রি টপ প্লান্টেশন করার জন্য। এই পদ্ধতিতে বড় গাছের ডালে চারা গাছ রোপণ করা হয়। বট, অশ্বত্থ, ডুমুর, পাকুর গাছের বীজ মাটির সঙ্গে মিশিয়ে রাখা হয়, যা থেকে চারাগাছ জন্মালে সেগুলো বড় গাছের ডালে মাটির মণ্ড ও চটের বস্তা সহ বেঁধে দেওয়া হয়।

- Advertisement -

এবছর জলদাপাড়ার নর্থ, ইস্ট, ওয়েস্ট, চিলাপাতা, এবং কোদালবস্তি এলাকায় প্রায় ২০০টি চারা গাছ এই পদ্ধতিতে রোপণ করা হয়েছে। চারা গাছগুলির ওপর নজরদারি চালানো হবে জিপিএস সিস্টেমের মাধ্যমে। বনবিভাগ জানিয়েছে, পরবর্তীতে আরও অনেক চারা গাছ এই পদ্ধতিতে রোপণ করার পরিকল্পনা রয়েছে।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.siligurijournal.com/author/usktushar/
Sk Tushar is a Journalist covering Siliguri, Jalpaiguri, and Darjeeling's local news. Passionate about bringing community stories to light.
RELATED ARTICLES
- Advertisment -

Popular Posts