নিজস্ব প্রতিনিধি, রবিবার, ৩১ মার্চ ২০২৪, খড়িবাড়ি: রবিবাসরীয় প্রচারে নামলেন দার্জিলিং লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা। এদিন খড়িবাড়ির পি.ডব্লিউ.ডি মোড়ে ঐতিহ্যবাহী রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন গোপাল লামা।
এদিন তার সঙ্গে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ জেলা ও ব্লক নেতৃত্বরা। এরপর এলাকায় প্রচার সারেন। আজ দিনভর খড়িবাড়ির বিন্নাবাড়ি, জোড়পাখরি, পাটারামজো তে জনসংযোগ ও প্রচার করবেন গোপাল লামা।