রবিবার, সেপ্টেম্বর 8, 2024
Homeরাজনীতিপানীয় জলের সমস্যা নিয়ে বিজেপি মহিলা মোর্চার পুরনিগম ঘেরাও ঘিরে উত্তেজনা

পানীয় জলের সমস্যা নিয়ে বিজেপি মহিলা মোর্চার পুরনিগম ঘেরাও ঘিরে উত্তেজনা

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, শনিবার, ০১ জুন ২০২৪, শিলিগুড়ি: পানীয় জলের সমস্যা নিয়ে বিজেপি মহিলা মোর্চা পুরনিগম ঘেরাও কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও বিজেপি মহিলা মোর্চার সদস্যদের মধ্যে ধস্তাধস্তি ঘটে।

জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা অভিনব কায়দায় মাথায় মাটির কলস এবং গৌতম দেবের কুশপুতুল হাতে নিয়ে মিছিল করে পুরনিগমে যায়। পুরনিগমের সামনে কুশপুতুল দাহ করতে গেলে মহিলা পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। এরপর, পুরনিগমের সামনে কলস ভেঙে ক্ষোভ প্রকাশ করে মহিলা মোর্চার সদস্যরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। শিখা চ্যাটার্জি বলেন, “শিলিগুড়ি পুরনিগমের বিষ জল খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়েছে। আমরা সেই কথা মেয়রকে জানাতে এসেছিলাম। কিন্তু পুলিশ মহিলা মোর্চার কর্মী-সমর্থকদের মারধর করেছে।” তিনি মেয়রের পদত্যাগের দাবি জানান। অন্যদিকে, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল মিলে শহরের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা পানীয় জলের সংকট মেটানোর চেষ্টা করছি।”

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.siligurijournal.com/author/usktushar/
Sk Tushar is a Journalist covering Siliguri, Jalpaiguri, and Darjeeling's local news. Passionate about bringing community stories to light.
RELATED ARTICLES
- Advertisment -

Popular Posts