শুক্রবার, অক্টোবর 18, 2024
Homeক্রাইমফাঁসিদেওয়ায় বড় প্রতারণা চক্রে ধৃত ১, অভিযুক্তকে আদালতে পেশ করা হলো

ফাঁসিদেওয়ায় বড় প্রতারণা চক্রে ধৃত ১, অভিযুক্তকে আদালতে পেশ করা হলো

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বুধবার, ২৯ মে ২০২৪, ফাঁসিদেওয়া: ফাঁসিদেওয়া থানার পুলিশ এটিএম কার্ড ও ব্যাঙ্কের পাশ বই নকল করে প্রতারণার ঘটনায় বড় সাফল্য পেয়েছে। এই ঘটনায় অনিল গোপকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ফাঁসিদেওয়ার পশ্চিম নিজবাজার, হাগরাগছ এবং মুড়িখাওয়া মোড় সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বড়সড় প্রতারণা চক্রের সন্ধান পায়। অভিযানে ৪০০টি এটিএম কার্ড, ১০০টি ব্যাঙ্কের পাশ বই, ৫০টি চেক বুক, কিউআর কোড, ৪২ হাজার টাকা, ল্যাপটপ ও একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও ২টি চারচাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় অনিল গোপকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

প্রতারণার এই চক্রটি এটিএম কার্ড ও ব্যাঙ্কের পাশ বই নকল করে সাধারণ মানুষকে অনলাইন প্রতারণার ফাঁদে ফেলছিল। বেশ কয়েক মাস ধরে এই চক্রটি ফাঁসিদেওয়া এলাকায় সক্রিয় ছিল। আরও তিনজনের নাম সামনে এসেছে, যাদের খোঁজে ফাঁসিদেওয়া থানার পুলিশ তৎপর। আজ ধৃত অনিল গোপকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.siligurijournal.com/author/usktushar/
Sk Tushar is a Journalist covering Siliguri, Jalpaiguri, and Darjeeling's local news. Passionate about bringing community stories to light.
RELATED ARTICLES
- Advertisment -

Popular Posts